SolidBangla Home Page

Pirojpur District

বাংলা সংবাদপত্র পিরোজপুরের সংবাদপত্র পিরোজপুরের সরকারী তথ্য বাতায়ন বাংলা ওয়াজ শুনুন ফ্রিল্যান্স জবস
Barisal Division
Barguna
Barishal
Patuakhali
Jhalokati
Pirozpur
Other Divisions
Dhaka Division
Khulna Division
Chittagonj Division
Rajshahi Division
Bangladeshi Links
Bangladeshi Garments
Pirojpur Newspapers
Bangla Natoks
Bangla Radio Channels
Bangla Televisions
Bangadeshi Gift Shops
Jobs in Bangladesh
Visit Bangladesh
Bangla Magazines
Banks in Bangladesh
Bangladesh Politics
BanglaWaz
Call Bangladesh
Bangla Chat

পিরোজপুর জেলা

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের অন্তর্গত একটি জেলা পিরোজপুর। অন্যান্য উপকূলীয় জেলার মত এখানেও মাঝে মাঝেই সামুদ্রিক ঘুর্নিঝর আর সাইক্লোন আঘাত হানে। লন্ডভন্ড হয় গ্রামের পর গ্রাম। পিরোজপুর জেলার আয়তন ১৩৯৯ বর্গ কিলোমিটার এবং ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব প্রায় ৭৯৪ জন। পিরোজপুরের গোপালগঞ্জ ও বরিশা জেলা, দক্ষিণে বরগুনা জেলা, পূর্বে ঝালকাঠি জেলা এবং পশ্চিমে বাগেরহাট জেলা। সাতটি উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর জেলা। এগুলো হল- পিরোজপুর সদর, কাউখালি, জিয়ানগর, নাজিরপুর, নেছারাবাদ, ভান্ডারিয়া এবং মঠবারিয়া। উপকুলীয় এ জেলাটির মধ্যে দিয়ে বেশ কয়েকটি নদী বয়ে গেছে। এগুলোর মধ্যে অন্যতম হল বালেশ্বর, কাচা ও স্বরুপকাঠি। এছাড়াও প্রচুর খাল এবং বিল রয়েছে জেলাটিতে।

ইতিহাস ঐতিহ্য

ঐতিহাসিকরা মনে করেন, প্রাচীনকালে এ অঞ্চলটি সমুদ্রের পানিতে নিমজ্জিত ছিল। ধীরে ধীরে সমুদ্রের জেগে ওঠা অববাহিকতায় এ অঞ্চল গড়ে ওঠে। তবে প্রথম দিকে এ অঞ্চল বন-জঙ্গলে আচ্ছাদিত ছিল বলে প্রমান মেলে। তৎকালীন সময়ে এ অঞ্চলে প্রচুর মৎস্যজীবী এবং লবণ চাষীদের বসবাস ছিল। পলিগঠিত অঞ্চল হওয়ায় এ এলাকায় প্রচুর মৃৎশিল্প গড়ে উঠেছিল। তৎকালীন সময় উপকূলীয় এ সব জেলাগুলোই বাকেরগঞ্জের অধীনে ছিল যা বর্তমানে বরিশাল জেলা। এ অঞ্চলের লোকেরা নৌকা প্রস্তুত করতে অনেক বেশি দক্ষ ছিল। এখনো এখানে অনেক ভাল এবং মানসম্মত নৌকা তৈরি হয়। ১৯৮৪ সালে পিরোজপুরকে জেলা হিসাবে স্বীকৃতি দেয়া হয়।

দর্শনীয় স্থান

পিরোজপুর বাংলাদেশের কোন পর্যটন জেলা নয়। কিন্তু নদী, খাল আর বিলে পরিপূর্ন এ জেলার পরতে পরতে লুকিয়ে আছে অসাধারন সৌন্দর্যের হাতছানি। তাছাড়া বেশ কিছু পার্ক এবং কিছু পুরানো মসজিদ রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হল ভান্ডারিয়া উপজেলায় অবস্থিত হরিণপালা রিভার ভিউ ইকোপার্ক এবং ভান্ডারিয়া শিশু পার্ক, জেলা সদরে অবস্থিত ডিসি পার্ক, জেলা সদরে অবস্থিত রায়েরকাঠি জমিদার বাড়ি, এবং মঠবাড়িয়ার মমিন মসজিদ।

যাতায়াত ঢাকা থেকে সড়ক ও নদীপথে পিরোজপুর যাওয়া যায়। ঢাক্র সায়েদাবাদ থেকে দোলা, হামীম এবং গাবতলী থেকে সাকুরা এবং ঈগল পরিবহনের বাস পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। তাছাড়া ঢাকার সদরঘাট থেকে প্রতিদিন সন্ধ্যা সাতটায় দুটি বড় লঞ্চ এবং রাত নয়টায় একটি স্টিমার পিরোজপুরের উদ্দেশ্যে যাত্রা করে।

পিরোজপুরের স্থানীয় খবরের কাগজ পরতে এখানে ক্লিক করুন।

For any suggestions or comment, please contact us. Thanks